RBI New Tokenisation System | RBI নতুন ডেবিট কার্ড টোকেন সিস্টেম কি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ( RBI ) তরফ থেকে এক বড় নিয়ম নিয়ে আস্তে চলেছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে। মানা যাচ্ছে এই নিয়ম আসার পর ডেবিট কার্ড ও ক্রেটিড কার্ড অনলাইন সার্ভার আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত হয়ে থাকবে।

বর্তমানে একাধিক ইউসারা অনলাইন থেকে কোন শপিং বা কোন টাকা ট্রানসাকশান করার জন্য এই ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের সাহায্যে টাকা পেমেন্ট করে থাকে। কিন্তু সেখানে টাকা পেমেন্ট করার সময় উজারদের কোন রূপ সেকুরিটি প্রদান করা হয় না।

ফলে অনেক বেশি অনলাইনে স্ক্যাম হয়ে থাকে। তাই এই সমস্থ স্ক্যাম, ফ্র্যাডিং বন্ধ করতে RBI জানুয়ারি ২০২২ থেকে অনলাইন Tokenisation System নিয়ে আস্ত চলেছে।

এই Tokenisation System কি?, কিভাবে কাজ করে এবং এই টোকেনের মাধ্যমে কিভাবে অনলাইনে লেনদেনে সুরক্ষিত প্রদান করে সমস্থ কিছু জানবো এই আর্টিকেল টিতে।

What is Token System In Bengali-টোকেন সিস্টেম কি?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে অনলাইন ট্রান্সক্শনে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের ব্যবহার করে টাকা পেমেন্ট করে থাকে। যেখানে কার্ডের সম্পূর্ণ তথ্য দিয়ে লেনদেনের প্রক্রিয়া টিকে সম্পন্ন করতে হয়।
tokenisation
এই প্রক্রিয়া কার্ড গ্রাহকের কার্ডের সম্পূর্ণ তথ্য সেই অনলাইন পেমেন্ট Gateway এর সার্ভারে Save হয়ে যায়। ফলে আপনার কার্ডের Data অন্য থার্ড পার্টি সার্ভারে Stor হয়ে যায়। ফলে সেখান থেকে আপনার কার্ডের Data খুব সহজে চুরি হয় বা অন্য কোন কারনে লিক হতে পারে এবং আপনাকে একাধিক সমস্যার মধ্যে পড়তে হতে পারে।
তাই এই ধরনের সিস্টেমেটিক Payment এর পরিবর্তে Token System এর মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে গ্রাহক। যেখানে কোন রূপ ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের information দেওয়ার প্রয়োজন নেই।
মনে করুন আপনি অনলাইনে কোন সাইটে শপিং করলেন সেখানে টাকা পেমেন্ট করার জন্য কোন কার্ডের তথ্য দেওয়ার প্রয়োজন হবে না তার পরিবর্তে কেবল আপনাকে Token নম্বর Enter করে টাকা টি পেমেন্ট করতে হবে।

টোকেন সিস্টেমে কিভাবে কাজ করবে

এই টোকেন সিস্টেম পরিষেবাটি সাধারণত ডিজিটাল পেমেন্ট সিস্টেম রূপে কাজ করে থাকবে। যেখানে আপনার ডেবিট কার্ডের বা ক্রেডিট কার্ডের সাথে এই টোকেন সিস্টেম টিকে লিংক করানো হবে যেখানে আপনাকে একটি Unique Token No দেওয়া হবে। এই Token সিস্টেমে আপনার কার্ডের সম্পূর্ণ Access নিয়ে থাকবে।
কোন অনলাইন পেমেন্ট করার সময় এই টোকেন নম্বর বসিয়ে সেখান থেকে টাকা ডিটেক্ট করা সম্পূর্ণ একটি ডিজিটালি প্রক্রিয়া। এখানে টাকা পেমেন্ট করার সময় কার্ডের সম্পূর্ণ তথ্য Hide অবস্থায় থাকবে কার্ডে ডাটা কেবল Token সার্ভার পর্যন্ত সীমিত থাকবে।
টাকা পেমেন্ট করার জন্য আপনার রেজিস্ট্রেন মোবাইল নম্বরের একটি Verification OTP No পাঠানো হবে যার সাহায্যে এটা যাচাই করা হবে ট্রান্সক্শন টি সম্পূর্ণ ভাবে সঠিক ব্যক্তির কিনা।

কিভাবে এই টোকেন পরিষেবা পাওয়া যাবে

এই টোকেন সিস্টেম পরিষেবা নেওয়ার জন্য আপনার ব্যাঙ্ক থেকে আবেদনের মাধ্যমে শুরু করতে পারেন। এই পরিষেবার জন্য কোন টাকা পেমেন্ট করার প্রয়োজন হবে না সম্পূর্ণ বিনা মূল্যে এই পরিষেবা দেওয়া হবে গ্রাহক দের।
ব্যাঙ্ক এই টোকেন সিস্টেম পরিষেবা করার জন্য আপনার কার্ডের বিষয়ে সম্পূর্ণ তথ্য নিয়ে থাকবে এবং আপনার কার্ডের সাথে একটি Unique No যোগ করে দেওয়া হবে। পরবর্তী যেকোন অনলাইনে টাকা লেনদেন করার সময় খুব সহজে Token No দিয়ে করতে পারবেন।
এই পরিষেবা গ্রাহক সম্পূর্ণ ভাবে নিজের ইচ্ছেমতো নিতে পারেন তার জন্য কোন বাধ্যতামূলক নয়। যেকোন সময়ে এই  পরিষেবার সাথে গ্রাহক জুড়তে পারে।

Conclusion

তাহলে বন্ধুরা Token No সাহায্যে আপনি সুরক্ষিত ভাবে অনলাইনে টাকা পেমেন্ট করতে পারেন কোন রূপ সমস্যা ছাড়া। RBI এই Token System বিষয়ে কোন প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সের মাধ্যেম জানান।

About 10 Minutes Blog

10 Minutes Blog is online content publishing blogging website. What are you waiting for? You will get tons of resources, information, ideas, tools, free premium stuffs, and so on from 10 Minutes Blog.

View all posts by 10 Minutes Blog →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *