Microsoft Excel Course Bangla – মাইক্রোসফট এক্সেল কোর্স ফ্রি ডাউনলোড

Microsoft-Excel-Course-Bangla

আপনারা অনেকে মাইক্রোসফট এক্সেল   কোর্স খুঁজেছেন।  আমি আপনাদের সামনে নিয়ে এসেছি  একটি Microsoft Excel Course Bangla  এর সম্পূর্ণ টিউটোরিয়াল এবং ডাউনলোড লিংক। এবং সেইসাথে এই পোস্টে বিস্তারিত আলোচনা করা হবে মাইক্রোসফট এক্সেল কি?  মাইক্রোসফট এক্সেল এর বৈশিষ্ট্য। এমএস এক্সেল দিয়ে কিভাবে সহজে হিসাব নিকাশ করা যায় সেইসব সকল এক্সেল সূত্র

আমি এই পোস্টে আপনাদের সাথে আলোচনা করব মাইক্রোসফট এক্সেল এর আদ্যোপান্ত। সকল খুঁটিনাটি। এবং কিভাবে সহজেই এক্সেল এক্সপার্ট হবেন সে বিষয়ে বিস্তারিত গাইড লাইন। তো চলুন শুরু করি।

মাইক্রোসফট এক্সেল কি?

মাইক্রোসফট এক্সেল microsoft-এর একটি স্প্রেডশিট প্রোগ্রাম যেটি দিয়ে বিভিন্ন হিসাব-নিকাশ, চিত্রায়ন, টেবিল তৈরি, মাইক্রো প্রোগ্রামিং ভাষা শেখা সহ অনেক কাজ করা যায়। এটি ম্যাক ওএস এবং উইন্ডোস এর জন্য এবং আইওএস ও অ্যান্ড্রয়েড সংস্করণ রয়েছে। বিশেষ করে 1993 সালে পঞ্চম সংস্করণ থেকে এক্সেল তৎকালীন ইন্ডাস্ট্রি প্রামানিক লোটাস 1-2-3 এর জায়গা দখল করে নেয়।
এক্সেল হচ্ছে মাইক্রোসফট অফিস স্যুট এর একটি অংশ।

মাইক্রোসফট এক্সেল এর বৈশিষ্ট্য-

মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট অ্যানালাইসিস প্রোগ্রাম। আক্ষরিক অর্থে \”স্প্রেডশিট\” হলো ছককাটা বড় মাপের কাগজ, যেখানে হিসেবাদির কাজ সম্পন্ন হয়। কাগজের স্প্রেডশিটের ঠিক অনুরূপ হচ্ছে মাইক্রোসফট এক্সেল। বিশেষ কিছু কারিগরি দক্ষতা জানা থাকলে এই প্রোগ্রাম সহজেই ব্যবহার করা যায়। ব্যবসায়িক কাজ ছাড়াও শিক্ষা ও দাপ্তরিক কাজেও এর ব্যবহারের গুরুত্ব আছে।

মাইক্রোসফট এক্সেল কিভাবে শিখবেন

এক্সেল শেখার অনেক পদ্ধতি রয়েছে। আপনি অনলাইনে গুগলে ইউটিউবে সার্চ করলে অনেক রকম টিউটোরিয়াল পাবেন যেগুলোতে সহজেই একটা সফট এক্সেল শিখতে পারবেন। তবে আপনি প্রফেশনাল ধারণাটি পাবেন না সেক্ষেত্রে আপনি শুধুমাত্র বেসিক ধারনা পাবেন এবং বেসিক শিখতে পারবেন। তাছাড়াও আমাদের দেশে অনেক রকম ট্রেনিং সেন্টার রয়েছে যেগুলোতে মাইক্রোসফট অফিস প্রোগ্রামের বিভিন্ন সফটওয়্যার শিখায়। তার মধ্যে এক্সেল অন্যতম। কিন্তু আপনি যদি ভুল করে কোন সাধারন প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যান তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না। কারণ সাধারণ প্রতিষ্ঠানে আপনাকে এক্সেল এর বেসিক ধারণাটিই দিবে যেটি আপনি সহজে গুগোল এবং ইউটিউবে পেতে পারেন।

তাই এক্সেল শেখার জন্য আপনাকে প্রফেশনালদের কাছে যেতে হবে এবং প্রফেশনালদের গাইডলাইন ফলো করতে হবে। তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি তেমন একটি প্রফেশনাল এক্সেল কোর্স যেটি করার মাধ্যমে আপনি বিনামূল্যে প্রফেশনালভাবে এক্সেল এক্সপার্ট হতে পারবেন।

মাইক্রোসফট এক্সেল কোর্স (Microsoft Excel Course Bangla)

শুরুতেই বলে রাখি এটি একটি প্রফেশনাল কোর্স এবং প্রিমিয়াম কোর্স। এই কোর্সটি আমরা আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে। আমরা আশা করি করছে শেখার মাধ্যমে আপনি সহজেই এক্সেল প্রো হতে পারবেন। চলুন দেখে নেয়া যাক এই কোর্সে কি কি রয়েছে –

  • মাইক্রোসফট এক্সেল
  • এক্সেল এর বৈশিষ্ট্য
  • এক্সেল টিউটোরিয়াল
  • এক্সেল এর সিট পিডিএফ বই
  • এক্সেল এর সকল সূত্র
  • এ টু জেড এক্সেল এর সকল টুলস
  • অ্যাডভান্স লেভেলের ডাটা এনালাইসিস।
  • আরো অনেক কিছু

নিচের দেয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং শুরু করে দেন এক্সেল শেখা

এখানে ক্লিক করুন 

নোটঃ

  1. লিংকে ক্লিক করার পর আপনাকে বেশ কয়েকটা এডভার্টাইজমেন্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। এর মানে এই না যে কোর্স লিঙ্ক নাই। কোর্স লিংক অবশ্যই আছে।
  2. লিংক -এ করার পর আপনাকে যেসব ওয়েবসাইটে নিয়ে যাবে সেগুলোতে সতর্কতার ডাউনলোড লিংক খুঁজে বের করে সামনে আগাতে থাকবেন, ৩-৪ টা ওয়েবসাইটে এক্সট্রা ক্লিক করা লাগতে পারে। তবে বুদ্ধি খাটিয়ে এগিয়ে গেলে দুই ক্লিকেই আসল লিংক পেয়ে যাবেন।
  3. মূলত আসল লিংক টা লোকানো থাকে, তাই একটু মাথা খাটান।
  4. এর পরেও না বুঝলে আমাদের ফেসবু পেইজে মেসেজ করুন অথবা এই পোস্টে কমেন্ট করুন।

About 10 Minutes Blog

10 Minutes Blog is online content publishing blogging website. What are you waiting for? You will get tons of resources, information, ideas, tools, free premium stuffs, and so on from 10 Minutes Blog.

View all posts by 10 Minutes Blog →

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *