Fiverr course Bangla, Fiverr A to Z Bangla, ফাইভার কোর্স সম্পুর্ন বাংলা।

Fiverr-course-Bangla

অনেকেই আছেন যারা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করতে চান। বিশেষ করে ফাইভারে কাজ করার জন্য বিভিন্ন টিউটোরিয়াল যেমন fiverr tutorial bangla এবং গাউইডলাইন fiverr a to z bangla গাইডলাইন খুঁজে থাকেন। তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি ফাইভার কোর্স Fiverr course Bangla

আপনি যদি এই fiverr success course টি করেন তবে জানতে পারবেন। এবং সেই সাথে পাবেন fiverr course free এবং fiverr gig ranking course ।  তাই কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে নিঃসন্দেহে Fiverr একটি সর্বাধিক জনপ্রিয় মার্কেটপ্লেস। আর তাই প্রতি নিয়ত এখানে নতুনদের সমাগম বেশি। প্রতিদিন এখানে নতুন\’রা ভিড় জমাচ্ছে কাজের আশায়। কেননা এখানে নতুনরা খুব সহজেই জায়গা করে নিতে পারে।

নতুনদের মধ্যে প্রায় অনেকেই আবার নিয়ম-কানুন না জেনে একাউন্ট খুলছে, কাজও পাচ্ছে। কিন্তু সঠিক আইন-কানুন না জানার কারণে কয়েকদিন কাজ করার পরেই গিগ রিমুভ হয়ে যাচ্ছে; একাউন্ট ব্যান হয়ে যাচ্ছে।

আজকে এই পোস্টে শেয়ার করা ফাইভার কোর্স সম্পুর্ন বাংলা, Fiverr course Bangla, Fiverr A to Z Bangla কোর্সটি তে আপনি পেয়ে যাবে ফাইভার এর গিগ র‍্যাংক করার সকল গোপ্ন ট্রিক্স। তাই চলুন শুরু করা যাক।

Fiverr course Bangla: Guideline

এই কোর্সে মূলত দেখানো হয়েছে কিভাবে ফাইভার এ্যকাউন্ট ওপেন করতে হয়, ঠিক কতগুলো উপায়ে সেখান থেকে টাকা উইথড্র করা যাবে, ফাইভার থেকে আয়ের সকল মাধ্যমগুলো। কিভাবে গিগ তৈরি করতে হয়, ভেক্টর ট্রেসিং, বইয়ের কভার ডিজাইন, অ্যানিমেশন ভিডিও গিগ, কিভাবে শর্টকাটে ২ডি বইয়ের কভার ডিজাইন করা যাবে, ফেসবুক পেইজের কভার ডিজাইনগুলো কিভাবে করবেন সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এছাড়া এই কোর্সে আরো দেখানো হয়েছে লোগো ডিজাইন মকআপ, বিজনেস কার্ড ডিজাইন, কিভাবে আপনার গিগের র‍্যাংক বাড়াবেন, কিভাবে ইম্প্রেশন ও ভিউ বাড়াবেন সেসব কিছু। এছাড়া বেশ কিছু সিক্রেট টিপস এন্ড ট্রিকস নিয়ে আলোচনা করা হয়েছে।

ফাইভার ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় । আপনি যদি যেকোনো একটি বিষয়ে অভিজ্ঞ হয়ে থাকেন, সেটা হতে পারে যেকোনো ক্রিয়েটিভিটি, যেকোনো সফটওয়্যার স্কিল, প্রেজেন্টেশন বা কোডিং স্কিল, তাহলে আপনার সেই দক্ষতাকে কাজে লাগিয়ে এই মার্কেটপ্লেস থেকে প্যাসিভ আয় করতে পারবেন।

সুতরাং, আপনি যদি একজন সফল ফ্রিল্যান্সার হতে চান, তাহলে এই কোর্সটি আপনাকে ফাইভার মাস্টার হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

Career Guideline

(১) ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন
(২) নিজের প্রফেশনাল পোর্টফোলিও তৈরি করতে পারবেন, যা পরবর্তীতে আপনার ক্যারিয়ার বিল্ড আপে সহযোগিতা করবে

Course Requirement

এই কোর্স করতে হলে আপনার অবশ্যই কম্পিউটারের বেসিক সম্পর্কে ধারণা থাকতে হবে এবং যেকোনো একটি কর্মমুখী বিষয়ে স্কিল থাকতে হবে।

এই একটি কোর্স আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের পরিবর্তন নিয়ে আসবে। বর্তমানে জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস গুলোর মধ্যে ফাইভার অন্যতম।  স্কিল ডেভেলপমেন্ট এর পর ভালো একটি মার্কেটপ্লেস পছন্দ করে ওই মার্কেট কাজ শুরু করার প্রয়োজন। কোন মার্কেটপ্লেস সম্পর্কে ভালো ভাবে না জেনে কাজ শুরু করলে সফল হওয়ার সম্ভাবনা অনেকে কম। অনেকেই ফাইভার মার্কেটপ্লেসে কাজ শুরু করে কিছুদিন পরে কাজ না পেয়ে হতাশ হয়ে ছেড়ে দেয়।  এবং চিন্তা করে ফ্রিল্যান্সিং তাকে দিয়ে হবে না।  আসলে মূল সমস্যা হলো সে ভালো ভাবে জানেই না এই মার্কেটপ্লেসে কাজ করার কি কি কৌশল রয়েছে। এবং জানার চেষ্টা ও করে না। এই কোর্সের মাদ্ধমে আপনি ফাইভার মার্কেটপ্লেস সম্পর্কে সব তথ্য পাবেন।

Fiverr course Bangla কোর্সে আপনি জানতে পারবেন,

  • ফাইভার কি?
  • ফাইভারে একাউন্ট কিভাবে করবেন?
  • কিভাবে গিগ তৈরি করবেন?
  • ফাইভার গিগ অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং কৌশল
  • কোন কাজ গুলো করলে আপনার ফাইবার প্রোফাইল এঁকো হারাবে?
  • যে সকল কারণে ফাইবারে জাব পাওয়ার সম্ভাবনা কমে যায়
  • লেট ডেলিভারি থেকে বাচার উপায়
  • ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠানোর নিয়ম
  • বায়ার রিকোয়েস্টে কি লিখবেন?
  • অর্ডার কেন্সেল হওয়া থেকে বাচার উপায়
  • ইম্প্রেশন , ভিউ এবং অথর লেভেল নিয়ে বিস্তারিত
  • ফাইবারে ফাইভ স্টার রেটিং পাওয়ার উপায়
  • কয়টা ফাইবার একাউন্ট খোলা যায়?
  • রেঙ্কিং ঠিক রাখতে হলে যে ভুল গুলো করা যাবেনা
  • ফাইভার এবং আপওয়ার্কে ফ্রিল্যান্সিং কাজ পাওয়া উপায় এবং পার্থক্য
  • এছাড়াও রয়েছে ফাইভারে সফল হওয়ার দিক নির্দেশনা

নিচের দেয়া লিংক থেকে এখনি ডাউনলোড করে নিন Fiverr course Bangla কোর্সটি –

ডাউনলোড লিংক

About 10 Minutes Blog

10 Minutes Blog is online content publishing blogging website. What are you waiting for? You will get tons of resources, information, ideas, tools, free premium stuffs, and so on from 10 Minutes Blog.

View all posts by 10 Minutes Blog →

One Comment on “Fiverr course Bangla, Fiverr A to Z Bangla, ফাইভার কোর্স সম্পুর্ন বাংলা।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *