CPA Marketing Full Course Free Download – সিপিএ মার্কেটিং সম্পুর্ন কোর্স।

CPA-Marketing-Full-Course-Free-Download---সিপিএ-মার্কেটিং-সম্পুর্ন-কোর্স।

ইন্টারনেট এর চর্চা ও ব্যবহার করার ক্ষেত্রে “ CPA marketing ” নিয়ে একবার হলেও আপনার মনে প্রশ্ন অবশই এসেছে।

CPA marketing কে, “এফিলিয়েট মার্কেটিং” হিসেবেও ধরা যেতে পারে, যদিও এ এফিলিয়েট মার্কেটিং থেকে সম্পূর্ণ আলাদা। এখনের সময়ে, যেকোনো business, product বা services এর মার্কেটিং করার ক্ষেত্রে “ডিজিটাল মার্কেটিং” এর ব্যবহার অধিক বেশি পরিমানে করা হয়।

Digital marketing বা internet marketing, যেখানে ইন্টারনেটের বিভিন্ন সাধন গুলো ব্যবহার করে ব্যবসার প্রচার করা হয়।

এবং, ইন্টারনেটের মাধ্যমে করা অনলাইন মার্কেটিং এর এই সাধন গুলোর মধ্যেই একটি হলো “সিপিএ মার্কেটিং (CPA marketing)“. CPA মার্কেটিং কে affiliate মার্কেটিং এর ভাগ হিসেবে ধরা হয়।

কারণ, affiliate marketing এর ক্ষেত্রে আমরা যেকোনো একটি “কোম্পানির উৎপাদ বা সেবা” গুলো “প্রচার” করে সেগুলোর বিক্রির থেকে কিছু কমিশন (commission) আয় করি। তবে, সিপিএস মার্কেটিং হলো এক নতুন ও আধুনিক রকমের এফিলিয়েট মার্কেটিং এর প্রকার, যেখানে কোম্পানির উৎপাদ ও সার্ভিস গুলো বিক্রি না হলেও আপনি কমিশন আয় করতে পারবেন। এমনিতে, সম্পূর্ণ প্রক্রিয়াটি “affiliate marketing” এর মতোই। তবে, এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে পণ্যের বিক্রি করতে পারলেই আপনি কমিশন পাচ্ছেন। কিন্তু, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে পণ্যের বিক্রি না হলেও, অন্যান্য ধরে দেওয়া কিছু কাজ (action) করিয়ে কমিশন আয় করা যেতে পারে। আর তাই, যদি আপনি একজন ব্লগার, তাহলে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করাটা আপনার জন্য অনেক সহজ কাজ হয়ে দাঁড়াচ্ছে।

একবার হলেও চেষ্টা করে দেখার পরামর্শ আমি দিবো।

CPA marketing কি ?

CPA মানে হলো “cost per action” বা “cost for action”. মানে, একটি ধরে দেওয়া কাজ সম্পূর্ণ সঠিক ভাবে করাতে পারলে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হবে। এটাকে একটি অনলাইন মার্কেটিং এর কৌশল হিসেবে ধরা যেতে পারে, যেখানে কোম্পানি গুলো নিজের business, service বা product গুলোর প্রচারের ক্ষেত্রে, “publishers” এবং “advertisers” দের সাহায্য নেয়। এবং প্রচার বলতে, কোম্পানি গুলো কিছু কাজ ধরে দিবেন যেমন, software download, form fill up, email submission, form registration, survey ইত্যাদি। আর, একজন publisher হিসেবে, এই ধরণের কাজ গুলো আপনার করাতে হবে নিজের blog বা website এর মাধ্যমে। এবং, সফলতাপূর্বক কাজ গুলো করাতে পারলে, কোম্পানির তরফ থেকে আপনি প্রত্যেক কাজের বিনিময়ে কমিশন পাবেন। সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া এবং এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কেবল এটাই পার্থক্য যে, এখানে এফিলিয়েট মার্কেটিং এর মতো আপনার কিছু বিক্রি করাতে হবেনা। সিপিএ এর পূর্ণরূপ “cost per acquisition” বলেও বলা হয়। এখানে মূল উদ্দেশ্য হলো, “লিড তৈরি করা“। মানে, কিছু ধরে দেওয়া কাজ গুলো blog বা website এ আশা ইউসার (user) দের দ্বারা করানো। এবং যেই কাজ করানোর বিনিময়ে কোম্পানি আপনাকে কমিশন দিবে।

তাহলে বুঝলেন তো, “ সিপিএ মার্কেটিং কি ” ? ( what is CPA marketing in bangla ).

CPA মার্কেটিং এর লাভ

যদি আপনার একটি website, blog, application বা ভালো সংখ্যাই email list রয়েছে, তাহলে ইন্টারনেটে থাকা অন্যান্য মাধ্যম গুলোর তুলনায় CPA মার্কেটিং থেকে অধিক সহজে অনলাইন ইনকাম করতে পারবেন।

তাছাড়া, সিপিএ মার্কেটিং এর আরো অন্যান্য কিছু লাভ রয়েছে,

  • এই এফিলিয়েট মার্কেটিং এর প্রক্রিয়াতে কোনো ধরণের বিক্রি (sell) না করিয়েই ইনকাম সম্ভব।
  • Form fill-up, survey, app install ইত্যাদি কাজ গুলো করিয়ে ইনকাম করুন।
  • CPA marketing এর ক্ষেত্রে, অনেক সহজেই conversion হওয়ার সুযোগ থাকছে।
  • এখানে আপনার তেমন কোনো কৌশল এর প্রয়োজন নেই।
  • কেবল, offer গুলো দেখুন এবং নিজের website, blog বা application ট্রাফিক এর মাধ্যমে করিয়ে নিন।

মনে রাখবেন, এফিলিয়েট মার্কেটিং এর ক্ষেত্রে আপনার পণ্য বিক্রি করাতে হয়, এবং লোকেরা সহজে আপনার ওয়েবসাইট থেকে দেখে জিনিস কিনতে চাইবেননা।

তাই, এই ক্ষেত্রে টাকা আয় করাটা অনেক কষ্টের ব্যাপার।

কিন্তু, CPA মার্কেটিং এর ক্ষেত্রে কেবল, form fill-up, survey, app install এর মতো সাধারণ কাজ আপনার করাতে হবে।

তাই, এই ক্ষেত্রে লোকেরা অনেক সহজেই কাজ গুলো করে নেয়।

ফলে, অনেক সহজেই আপনার ইনকাম হয়ে থাকে।

CPA কিভাবে কাজ করে ?

সিপিএ কিভাবে কাজ করে, এই প্রশ্নের উত্তর অনেক সোজা।

দেখুন, ইন্টারনেটে কিছু advertisement company রয়েছে, যেগুলোতে বিভিন্ন কোম্পানি গুলো তাদের business, products বা service গুলোর সাথে জড়িত প্রচার বা অন্যান্য কাজ করানোর ক্ষেত্রে সংযুক্ত হয়।

এই ক্ষেত্রে, উৎপাদন কোম্পানি গুলো এই advertisement company গুলোকে কিছু টাকা অবশই দেন।

এবং, এই ধরণের advertisement company গুলোকে বলা হয় “affiliate network”, “CPA network” ইত্যাদি।

এখন, যদি আপনার কাছে একটি website, blog, application বা ভালো email list রয়েছে, তাহলে এই CPA network গুলোতে আপনি রেজিস্টার করে একজন publisher হিসেবে account তৈরি করতে পারবেন।

আর তারপর, CPA network গুলোতে থাকা বিভিন্ন কাজ গুলো আপনি নিজে নিজের blog বা ওয়েবসাইটে আসা traffic ও visitors দের দিয়ে করিয়ে নিতে পারবেন।

সফলতাপূর্বক ভাবে ধরেদেওয়া কাজ গুলো করিয়ে নিতে পারলে, সেই CPA network গুলোর থেকে আপনাকে কিছু টাকা কমিশন হিসেবে দেওয়া হয়।

আর, এভাবেই কাজ করে সিপিএ মার্কেটিং এর প্রক্রিয়া।

সিপিএ মার্কেটিং কাজের কিছু উদাহরণ

এখন হয়তো আপনারা ভাবছেন, সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে কি কি কাজ আপনার করাতে লাগতে পারে।

তাই তো ?

চলুন, CPA marketing এর কিছু কাজের উদাহরণ নিচে জেনেনেই।

  • কোম্পানির email newsletter subscribe করা।
  • Form fill-up এর ক্ষেত্রে নিজের তথ্য প্রদান করা।
  • সার্ভে সম্পূর্ণ করার কাজ।
  • একটি software, app, game বা extension ডাউনলোড করানো।
  • Live chatting ওয়েবসাইটে রেজিস্টার বা signup করানো।

ওপরে বলা এই ধরণের কাজ গুলো নিজের ওয়েবসাইটের traffic বা user দের দ্বারা করিয়ে CPA marketing এর মাধ্যমে লাভ আয় করা হয়।

হে, CPA মার্কেটিং এর মাধ্যমে আপনাদের কিছু বিক্রি করাতে হবেনা যদিও, এই ধরণের কাম (action) গুলো সঠিক ভাবে সম্পন্ন করাতেই হবে।

কারণ, কাজ গুলো করানোর জন্য যেই কোম্পানি আমাদের টাকা দিচ্ছে, সেই কোম্পানির কিছু না কিছু স্বার্থ অবশই রয়েছে।

সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে ?

এমনিতে, CPA মার্কেটিং কিন্তু affiliate মার্কেটিং এর মতোই।

আর তাই, এফিলিয়েট মার্কেটিং করে টাকা আয় করার ক্ষেত্রে যা যা প্রয়োজন, সবটাই আপনার এখানেও লাগবে।

  1. একটি blog, website বা application এর প্রয়োজন হবে।
  2. আপনার application বা website এ ভালো পরিমানের visitors ও traffic থাকতে হবে।
  3. একটি ভালো CPA network এর সাথে সংযুক্ত হতে হবে।
  4. এবার, CPA এর কাজ গুলো সিপিএ নেটওয়ার্ক থেকে নিয়ে, নিজের website বা application এ প্রচার করুন এবং user ও visitors দের সেই কাজ গুলো করার জন্য আগ্রহী করুন।
  5. কাজ গুলোর বিনিময়ে টাকা আয় করুন।

বাস, CPA marketing করার জন্য কেবল এতটুকুই প্রয়োজনীয়তা রয়েছে।

CPA affiliate marketing থেকে টাকা আয় করুন

এমনিতে বর্তমানে, জাজার হাজার ব্লগার বা ইউটিউবাররা এই সিপিএ মার্কেটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রচুর টাকা আয় করছেন।

কারণ যা আমি আগেই বলেছি, এখানে আপনার কিছু বিক্রি করানোর প্রয়োজন হয়না।

আর তাই, লোকেরা সহজেই আপনার প্রচার করা বিজ্ঞাপন গুলোতে আগ্রহী হয়ে কাজ গুলো করে নেয়।

CPA marketing এর মাধ্যমে আপনারা $0.10 থেকে $10 প্রত্যেকটি লিড কনভার্সন এর ফলে আয় করতে পারবেন।

এবং কিছু কিছু ক্ষেত্রেতো প্রত্যেক কনভার্সন এর ক্ষত্রে $50 থেকেও অধিক আয় করা সম্ভব।

তবে, সেই ক্ষেত্রে কিছু নিয়ম ও সীমাবদ্ধতা অবশই রয়েছে।

এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, “কিভাবে সিপিএ মার্কেটিং করে টাকা আয় করবো” তাহলে আমার উত্তর ওপরে বলা রয়েছে।

  1. একটি ভালো CPA network এর বাছাই করে রেজিস্টার করুন।
  2. নিজের blog, website বা application গুলোতে সেই সিপিএ নেটওয়ার্ক এর বিজ্ঞাপন গুলো প্রচার করুন।
  3. এবং, যখন আয়নার website বা application এর থেকে কোনো ইউসার বা ভিসিটির, আপনার দেওয়া বিজ্ঞাপনে ক্লিক কিরে কাজটি সম্পূর্ণ করবেন, তখন আপনি পাবেন টাকা।

তাই, আশা করছি সিপিএ মার্কেটিং থেকে টাকা কিভাবে আয় করবেন, বিষয়টা বুঝেছেন।

সিপিএ মার্কেটিং কোর্স – CPA marketing Course – 

 বর্তমান সময়ে শেখার সবচেয়ে বেশী জনপ্রিয় উপায় হচ্ছে অনলাইন কোর্স। আর এই কোর্স গুলো কিনে কাজ শিখতে অনেকে হিমশিম খায়। তাই যাদের এই কোর্স গুলো কেনার মত আর্থিক অবস্থা নেই আমরা শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই এই কোর্স গুলো পাবলিশ করে থাকি। আপনার যদি কোর্স গুলো কেনার মত একটুও সামর্থ্য থাকে তবে প্লিজ আমরা অনুরুধ করছি যেই কোর্সটি করতে চান সেটির অরিজিনাল সোর্স থেকে পেমেন্ট করে কোর্সটি কিনে তারপর শেখা শুরু করুন। এতে আপনার শেখা সার্থক হবে।

 

DOWNLOAD FULL COURSE

About 10 Minutes Blog

10 Minutes Blog is online content publishing blogging website. What are you waiting for? You will get tons of resources, information, ideas, tools, free premium stuffs, and so on from 10 Minutes Blog.

View all posts by 10 Minutes Blog →

3 Comments on “CPA Marketing Full Course Free Download – সিপিএ মার্কেটিং সম্পুর্ন কোর্স।”

  1. aitakon doroner faizlami bojlam na course dawonload a click korle onno site ase kno aita kinto ak doroner batpari ……..manus ar somoy kno nosto koren aponara

    1. ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য। আসলে পেইড কোর্স গুলো যদি ফ্রি তে পেতে চান তবে কি একটু কষ্ট করতে চান না? আমরা এই পেইড কোর্স গুলো আপনাদেরকে ফ্রি তে দেই। এতে আমাদের তো কোন লাভ হয়না। তাই আমরা একটু বেনিফিট পাওয়ার জন্য এই লিংক গুলোতে এডভার্টাইজমেন্ট সাইট ব্যবহার করি। আপনি একটু কষ্ট করে সেইফভাবে লিংক গুলো খুঁজে খুজে ক্লিক করলেই অরিজিনাল কোর্সটি ডাউনলোড করতে পারবেন।

      যদি এরপরেও ব্যর্থ হন তবে আমাদের ফেসবুক পেইজে মেসেজ করুন আমরা আপনাকে হেল্প করব – https://facebook.com/bdskills.xyz

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *