আসসালামু আলাইকুম প্রিয় Reader, আপনারা অনেকেই ইংরেজি শেখার সহজ উপায় জানতে চান । তাই আজকের ইংরেজি শেখার সহজ উপায় আয়োজন আপনাদের জন্য ।
ইংরেজি শেখার সহজ উপায়
আজকের এই আর্টিকেলে আমরা কিভাবে ইংরেজি শিখবো তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ইংরেজি শেখার ১০ টি সহজ ও তথ্যবহুল কৌশল তুলে ধরবো। আমি পূর্ণাঙ্গ আশাবাদি, এ কৌশলগুলো সঠিকভাবে অনুসরণ করলে ইংরেজি শেখা আপনার জন্য সহজ থেকে সহজতর হয়ে উঠবে। তাহল চলুন, শুরু করি।
ইংরেজি শেখার সহজ উপায় নিম্নে দেয়া হলঃ
১. গ্রামার গিলে খাবেন না
মনে করুন একজন লেখাপড়া না জানা ব্যক্তিকে যদি লন্ডন পাঠানো হয় তাহলে কি সে ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ইংরেজীতে মোটামুটি ফ্লুয়েন্ট হয়ে যায় না? এটা কি সে কি গ্রামার শিখে করে? নাকি জাস্ট কথা বলতে থাকে এবং অন্যদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে থাকে? অবশ্যই গ্রামারের থেকে কমিউনিকেটিং স্কিল এক্ষেত্রে বেশি গুরুত্ব রাখে।
সুতরাং আপনি যদি প্রথমেই গ্রামারের দিকে ফোকাস করতে যান তাহলে আপনার ইংরেজি শেখার গতি অনেক স্লো হয়ে যাবে এবং সহজেই হতাশ হয়ে পড়বেন। মজার ব্যাপার হচ্ছে ন্যাটিভ ইংলিশ স্পিকারদের ৮০% ই গ্রামার ভালো জানেন না। তাই ইংলিশ শিখতে গেলে শুরুতেই গ্রামারের দিকে ফোকাস করা বাদ দিতে হবে। হাঁ তবে একটু এফিসিয়েন্সী আসার পর তখন গ্রামার নিয়ে আগানো যেতেই পারে।
২.গুগল ট্রান্সলেট এর ব্যবহার করুন
আপনাকে ইংরেজি শিখতে হলে অনেক ইংরেজি শব্দের অর্থ জানতে হবে । কারন আপনি ভাবছেন কোন একটা বাংলা কথা ইংরেজি তে বলবেন কিন্তু যদি আপনি সেই বাংলা শব্দের ইংরেজি টি না জানেন তাহলে আপনার ইংরেজি তে কথা বলা কোনোভাবেই সম্ভব না । তাই এক্ষেত্রে গুগল ট্রান্সলেট এর ব্যাবহার অনেক বেশি উপকারে আসে ।
গুগল ট্রান্সলেট এর মাধ্যমে যে কোন ইংরেজি শব্দ মুহূর্তেই বাংলা অর্থ জানা যায় এবং বাংলা শব্দকে ইংরেজি করা যায় মুহূর্তেই । এ জন্য ইংরেজি শিখতে গুগল ট্রান্সলেট এর ব্যাবহার ও অনেক বেশি হেল্পফুল ।
৩. প্রচুর Vocabulary শিখুন
আপনি যখন কোন একটি ভাষা শিখতে যাবেন, সেই ভাষার শব্দ ভাণ্ডার আগে আপনাকে আয়ত্বে আনতে হবে। এমনকি মাতৃভাষা বাংলাও শব্দের ব্যবহার ছাড়া অসাড়। তাই ইংরেজিতে অনর্গল কথা বলার জন্য প্রচুর Vocabulary মুখস্থ রাখুন।
৪.ইংরেজিতে কথা বলা লোকেদের সাথে থাকুন
ইংরেজি সিখে সেটা চর্চা না করলে আপনার ইংরেজি শিখা টা পরিপূর্ণ হবেনা । কারন আপনার চর্চা না থাকলে আপনি মানুষের সাথে ইংরেজি বলতে গেলে আপনার জড়তা আসবে , দ্বিধা বোধ করবেন , তাই আপনি কয়েকদিন ইংরেজি শিখার পড়ে নিজে নিজে ও আয়নার সামনে দারিয়ে প্র্যাকটিস করার পড়ে আপনার বন্ধু বা পরিচিত কার সাথে আপনি ইংরেজি প্র্যাকটিস করতে পারেন এটা আপনাকে সাবলীল ইংরেজি বলতে এবং ইংরেজিতে আত্মবিশ্বাসী হতে অনেক উপকারে আসবে ।
৫.আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলুন
কোন একটি ভাষায় জড়তা কাটিয়ে ওঠার সবচেয়ে কার্যকরী পদ্ধতি হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলা। ইংরেজি আপনার জন্য একটি বিদেশি ভাষা। তাই এ ভাষায় জড়তা আসবে এটাই স্বাভাবিক। এ জড়তা দূর করতে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ুন এবং নিজের দিকে তাকি ইংরেজিতে কোন বিষয় নিয়ে কথা বলতে থাকুন। এটি অনুশীলনের মাধ্যমে আপনার মুখেরর জড়তা কেটে যাবে। পাশাপাশি লজ্জাভাবটাও আয়ত্বে চলে আসবে।
৬. ইংরেজি শেখার এপস ব্যবহার করুন
ইন্টারনেটে এরকম প্রচুর apps গুলো পাবেন যেগুলোর মধ্যে ইংরেজি ভাষা শেখার সম্পূর্ণ টিউটোরিয়াল দেওয়া রয়েছে।
তাই, নিজের মোবাইলে এই ফ্রি এপস গুলো ডাউনলোড করেও ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন।
৭. ইংরেজি গান শুনুন
আপনি নিশ্চয়েই ভাবছেন যে গান শুনে কিভাবে ইংরেজি শিখবেন । তবে আমি ও বলছিনা যে শুধু গান শুনেই আপনি ইংরেজি শিখুন । শুধু গান শুনে ইংরেজি শিখা যাবে ও না , তবে আপনি যদি উপরের সব গুলো ফলো করেন গ্রামার বুঝে থাকেন তাহলে গান শুনে আপনি নতুন নতুন শব্দ এবং কিছুতা হলে ও ইংরেজিতে লাভবান হবেন।
৮. ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা
আপনি কখনই বন্ধুদের সাথে বা কোনো শিক্ষিত লোকের সাথে ইংরেজিতে কথা বলতে লজ্জা করবেননা।
কারণ, লজ্জা করলে আপনি নিজের ইংরেজির চর্চা কেবল নিজের মধ্যেই সীমিত রেখে দিবেন।
আর এর ফলে আপনার মধ্যে ইংরেজিতে কথা বলার সাহস এবং আত্মবিশ্বাস কখনোই আসবেনা।
তাই, স্পষ্ট ভাবে ইংরেজি ভাষা বলার জন্য লোকে কি বলছে সেটাতে মন না দিয়ে প্রত্যেকটি সম্ভব উপায় আপনাকে অনুসরণ করতেই হবে।
৯. স্পোকেন শিখুন
ইংরেজি শিখে তা প্রয়োগের চূড়ান্ত ধাপ হচ্ছে স্পোকেন। আপনি ইংরেজি জানেন, কিন্তু কোথাও বলার প্রয়োজন হলে তখন বলতে পারেন না। এর মানে আপনি ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটিতেই ব্যর্থ। স্পোকেনে ভালো করতে না পারলে আপনার ইংরেজি শেখা সম্পূর্ণ নিরর্থক হয়ে যাবে।
১০. নিজের সাথে কথা বলুন
আপনাকে ইংরেজি বলতে হলে প্রথমে চিন্তা করতে হবে আপনি কি বলবেন , যা বলবেন সেটা আগে মনে মনে বাংলায় সাজিয়ে পরে সেটা ইংরেজি করবেন এরপরে সেটা বলবেন । আপনি যদি মনে মনে আগে গুছিয়ে নিতে পারেন তবে আপনার ইংরেজি বলা অনেক সহজ হবে কারন আপনি যদি বাংলা বলবেন না ভেবে ইংরেজি বলবেন এই চিন্তা টা মাথায় রাখেন তবেই ইংরেজি বলা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে